আচ্ছন্নতা
একজন যে আছে কথোপকথনে তার উত্তরে হেসেই চলি নিজ মনে যারা দিন-রাত্তির এক করে ব্যস্ত থাকে আমাকে চুরমারে, ওরা জানেই না- সদাই আমার মনে কথা কই আমি কেবলই নিজের সনে, ঠাঁই নেই ওদের কোনও শব্দের বা বাক্যের আমার শ্রবণ অথবা চিন্তার জগতে, আমি তো কেবলই মগ্ন থাকি এক কল্পনার কথোপকথনে – এক প্রিয় কন্ঠের সাথে!!!