ঠিকানা

ঠিকানা (Address)
– Jannatul Ferdous Ivy


আমরা স্বপ্ন দেখতাম – আপন ঠিকানায় বসে গল্প করবো আমরা
মনে পড়লেই স্বপ্নময় সময় বয়ে চলে আজো
যতবার চিঠি লিখি তোমাকে মনে মনে ভাবি
তুমি সে চিঠি খুলেছো স্বপ্নদেখা সেই খোলা বারান্দায়।
কিন্তু চিঠিটা পোষ্ট করতে গিয়ে থেমে গেল কলমটা
কোন ঠিকানা থেকে লিখছি তোমায়, আমি কেন তা খুঁজে পাইনা?
বাঁশঝাড়ের পাতায় বসা বুলবুলি দোয়েলের গানের এই ব্যাল্কনি থেকে?
নাকি কক্সবাজারের নিজের ছোট্ট ফ্ল্যাটের থেকে?
নাকি কাঠমান্ডুর জাতীয় উদ্যান ঘেঁষা কটেজ থেকে?
অথবা সেই উদ্যানের সবচেয়ে উঁচু ডালে বাসা বাঁধা
সেই পাখির বাসা থেকে?
যত ঠিকানায় বসেই তোমাকে লিখি কল্পনায়
প্রাপকের ঠিকানা সেই ধ্রুবই থাকে
একটা ঠিকানার কি আদৌ প্রয়োজন পড়ে? স্বপ্নের সব জগত তো আকাশেই ওড়ে,
নদীর ঢেউয়ে ছুটে ছুটে চলে,
পাথির ডানায় ভর করে কিংবা
ফুল হয়ে ফুটে কিছুক্ষণ পরে ঝরে পড়ে।
তবুও কেন ভাবছি নিজের ঠিকানা নিয়ে এতো গভীরে?
যতই থাক ঐশ্বর্যঘেরা প্রাসাদ অথবা স্বপ্নছায়ায় কুটির,
না যদি থাকো তুমি সে ঠিকানায়,
আমার চিঠিটা তবে রবে পড়ে ধূলোর তলায়
চাইনা আমি কোনও ঠিকানা, মনের ভেতরে তুমি আছো
সেই আনন্দই হয়ে থাক আমার-তোমার ঠিকানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *