সাত রঙের মিতালি খেলা

সাত রঙের মিতালী খেলা

জান্নাতুল ফেরদৌস আইভী –


রঙের আভায় মন গড়ে প্রতিফলন
মনে যখন ভিশনভাবে উচ্চাকাংখ্যা
মন খুঁজে নেয় রঙ হীনতা
যখন খুশির প্রমত্ততা
লাল রঙ প্রতিপত্তি করে সবার ওপরে।
সকালে ফোঁটা ফুলের কাছে যেতে
আলমারিতে খুঁজে ফিরি নীলের প্রলেপ
একটা কবিতা লিখতে বসার জন্য
শরতের সাদা মেঘকে
যখন মানচিত্রের গর্ব মাথা উঁচু করতে বলে
সবুজ এসে প্রাণে মিশে যায়।
নারীর আত্মপ্রত্যয়ী পরিচয় হয়ে উঠে বেগুনী
নারীর শিল্পকে আকাশ ছুঁয়ে দেয় আসমানি
মনকে পাখির মত চঞ্চল করে হলুদ
সমৃদ্ধির প্রকাশ করে ফমলা।
এমনই এক মিশে থাকা প্রভাবক আমাদের
রঙের খেলায় ভুবন মাতিয়ে চলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *