মেঘের আনন্দ
মেঘের আনন্দ JF Ivy মেঘ হয়ে জন্মাবার অনেক আনন্দ আছে যদি কেউ মনখারাপ করে দেয়, লুকিয়ে কাঁদলেও সে ঝর্না সবাইকে ধুয়ে-মুছে বিশুদ্ধ করে দেয়। পরের জন্মে আমাকে মেঘের দেশের বাসিন্দা করো সৃষ্টিকর্তা! মন যদি খারাপ হয় তবে আমরা বলি মনে মেঘ জমেছে, চাঁদের মত উচ্ছল মুখের কোনে মলিনতা দেখা দিলেও তো প্রশ্ন করি- কেন […]