বন্ধু পাহাড়
– জান্নাতুল ফেরদৌস আইভী
এ ভূবনে পাহাড়ই আমার সবচেয়ে প্রিয়
হাজারো ক্ষয়ে যে হয়না খর্ব
শত আগ্রাসনও যাকে করেনা বিবর্ণ
যে উচ্চতা সবার স্বপ্নের মঞ্চ।
পাহাড়ের বিশালতা উপলব্ধির সাধ্য নেই
সাধারণের মনের আকৃতিতে
ওর বিশলতার মতই নির্মোহ মন যার
তাঁকেও ও গড়ে তোলে ওর মতো উদার।
ক্ষুদ্রজনেরা ভিড় জমায় ওর প্রান্তে
এক চিমটি দখলের লালসায়
চূড়ায় দাঁড়িয়ে মেঘের বন্দনায়
অবজ্ঞায় ভরে পায়ের তলের আচ্ছাদন।
এতে পাহাড়ের যায় বা আসেনা কিছুই
ও এক আত্ম মর্যাদা বোধের প্রতীক।
ক্ষুদ্রকেও উচ্চে তুলতে অসীম উৎসাহ তাঁর
স্বপ্নহীনের চোখে স্বপ্ন এঁকে ঠায় দাঁড়িয়ে রয় প্রহরী হয়ে।
আমার কল্পনায় যে রয় এমন উচ্চতায়
সেই পাহাড়ই আমার সবচেয়ে প্রিয় বন্ধু
বারে বারে বেঁচে উঠার স্বপ্ন দেখিয়ে যায়
ওর জন্য আমার অপেক্ষা মজবুত থাক ওরই মত অসীমতায়।