বট-ছায়া
-জান্নাতুল ফেরদৌস আইভী
“একটা বটবৃক্ষ বন্ধুকে কল্পনা করেছিলাম
ভাবতাম তেমন ছায়াই দেবে।
পাতার ছায়ায় পোঁছলেই তোমার স্পর্শ খুঁজে পাওয়া যাবে,
কান্ডে ভর রেখে স্বপ্নের জগতে উড়ে যাওয়া যাবে।
কিছুটা এগিয়ে কাছাকাছি পৌঁছতেই উপলদব্ধি জাগে
অন্য বৃক্ষ হলেও, বট হতে পারেনি।
আনন্দগুলোর একটা বাড়ী হবে,
সব খুশি সেথায় ঠাই নেবে,
হাসিগুলো সঙ্গি হবে, মাঝে মাঝে এক ঝাঁক
পায়রার ডানায় ভর করে আনন্দেরা আকাশ ছোঁবে,
মেঘের নিলে পৌঁছে কয়েকটা পালক ছড়িয়ে এসে
তুলট মেঘের দেশে সাদা পালক এঁকে দেবে।
বটের ছায়ায় আনন্দ-বাড়ীর ঠিকানা হবে,
তার ডালেতে স্বপ্ন পাখিরা গান গাইবে।
পথিক বাতাস দূরের দেশে সেই আনন্দ ছড়িয়ে দেবে,
তুমি যেন আনন্দ-উৎসের নির্ভরতার বন্ধু হবে!”