ইচ্ছেপুরাণ
-জান্নাতুল ফেরদৌস আইভী
সহসা মনকে প্রশ্ন করি-
যা হতে চেয়েছিলে, হয়েছো কি?
অথবা যা করতে চেয়ছিলে
পেরেছো কি করতে?
মিলিয়ে দেখছি প্রায় সবই বাকি এখনও
নেপালের পাহাড়ে রিতা দিদির
কফি শপের গল্প শুনে আমি
এক গ্রামের মধ্যে চায়ের দোকান দিয়েছি
এই ইচ্ছে জেকে বসেছিল।
শিশুদের জন্য কাগজ বাঁধাইয়ের কারিগরদের
কাঠখোট্টা একঘেয়ে খাতাগুলো দেখে
ইচ্ছে হতো ছবি আঁকা সুন্দর খাতা বানিয়ে
সেই খাতার দোকান দেব আমি।
নিরিবিলি বই পড়ার যায়গা রেখে সাথে
একটা বইয়ের দোকানের কল্পনাও মনে রয়েছে সবদিন
না না, এই শহরে নয়, দূরের কোন এক গ্রামে,
অথবা পাহাড়ের কোলে অথবা চরের বুকে।
হবে সেসব ইচ্ছে পূরণ গাঁথা আমার।
হয়নি এর কোনো ইচ্ছে পূরণ।
অন্তত একবার হলেও নিজের ডিজাইন করা
পোশাকগুলোর প্রদর্শনী করব ভেবেছিলাম।
ইচ্ছে জন্মাবার পর থেকেই এমন বেঢকভাবে
পোশাক পরতে বাধ্য হচ্ছি দেখে
ডিজাইনার হবার স্বপ্নগুলো হতাশ হয়ে যাচ্ছে।
সহসা মনকে প্রশ্ন করি-
হিসেব কি মিলল?
মিলবে মিলবে, এইতো আর কদিন পরেই।।
ইচ্ছেগুলো পূরণ করে তবেই নেব বিদায় এ ধরা থেকে,
তার একটুও আগে নয় কিন্তু!
হাহ… হা… হা……।।